Breaking

Monday, June 15, 2020

সামাজিক সুরক্ষা যোজনা কি ? কেন আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন ?

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা



labour card

 

সামাজিক সুরক্ষা যোজনা কি ? কেন আবেদন করবেন এবং কিভাবে আবেদন করবেন ?


অসংগঠিত শ্রমিকদের বার্ধক্যজনিত দুর্দশা জীবনসংগ্রাম শারীরিক অক্ষমতা ও সন্তান প্রতিপালনের দায়-দায়িত্ব , রোগ নিরাময়  এবং আরোগ্য লাভের জন্য পশ্চিমবঙ্গ সরকার সামাজিক সুরক্ষা যোজনা 2017 সালে পশ্চিমবঙ্গে চালু করে z

 

 

বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক ও পরিবহন শ্রমিকদের জন্য অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন সুযোগ-সুবিধার জন্য পশ্চিমবঙ্গ সরকারের আওতায় একটি বই খোলার নির্দেশ দেওয়া হয়েছে z

 

আবেদন করার জন্য কি কি কাগজপত্র লাগবে

 

       আবেদনকারীর


1.       ভোটার কার্ড

2.       আধার কার্ড

3.       ব্যাংকের বই

4.       তিন কপি ফটো ও

5.        মোবাইল নাম্বার

 

নমিনির কি কি কাগজপত্র লাগবে


1.       ভোটার কার্ড

2.       আধার কার্ড

3.       ব্যাংকের বই

 

আবেদনকারীর ডিপেন্ডেন্ট এর কি কি কাগজপত্র লাগবে


 1.       বয়সের প্রমাণপত্র আধার কার্ড.       

2. জন্ম সার্টিফিকেট লাগবে

 

 

কী কী সুবিধা পেতে পারেন এই সামাজিক সুরক্ষা যোজনা মাধ্যমে

1.       উপভোক্তা প্রতি মাসে 55 টাকা করে আর্থিক সহযোগিতা পাবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে

2.       মেয়াদ পূর্তিতে 2 লক্ষ 50 হাজার টাকা ফেরত পাবে

3.       সাধারণ চিকিৎসার ক্ষেত্রে 20 হাজার টাকা

4.       শল্য চিকিৎসার ক্ষেত্রে 60 হাজার টাকা

5.       দুর্ঘটনার কারণে পুরোপুরি অক্ষম হলে 2 লক্ষ টাকা

6.       স্বাভাবিক মৃত্যুতে 50 হাজার টাকা

7.        দুর্ঘটনার কারণে 1টি পা ,চোখ , হাত, 70% অক্ষম হলে 1 লক্ষ টাকা

8.        40 % শারীরিক অক্ষমতা থাকলে 50 হাজার টাকা

 

 

শিক্ষা ক্ষেত্রে শ্রমিকদের সন্তানকে কি কি সুবিধা দেয়া হবে

 

 

1.       একাদশ শ্রেণিতে পাঠরত হলে 4000 টাকা

2.        দ্বাদশ শ্রেণীতে পাঠরত হলে 5000 টাকা

3.        স্নাতক স্তরে পাঠাতে হলে 6000 টাকা

4.       স্নাতকোত্তর পাঠাতে হলে 10000 টাকা

5.       আইটিআই পাঠরত হলে 6000 টাকা

6.       পলিটেকনিকে পাঠাতে হলে 10000 টাকা

7.       ডাক্তার-ইঞ্জিনিয়ার 30000 টাকা

8.       উপভোক্তা দুটি কন্যা সন্তানকে কলেজ পড়া শেষ করার জন্য 25 হাজার টাকা আর্থিক সহযোগিতা প্রদান করা হবে

 



লিস্টে যে ক্যাটাগরির নাম গুলো দেয়া হয়েছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন বা আবেদন করতে পারবেন z







বিশদ জানতে বিডিও অফিস ও শ্রমদপ্তর এর কাছে যোগাযোগ করুন



কিভাবে আবেদন করবেন ?


Online আবেদন করতে হবে নিচে লিংক দেয়া হল অফিশিয়াল ওয়েবসাইট এর

 

Official website -Click Here




For more see video = 




Youtube Channel :-Click Here

Twitter:-Click Here

Facebook:-Click Here



No comments:

Post a Comment