Breaking

Saturday, August 1, 2020

ঐক্যশ্রী স্কলারশিপ 2020 || How to apply Aikyashree Scholarship 2020 | Aikyashree Scholarship online application for minority student

 

ঐক্যশ্রী সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য বৃত্তি যোজনা

পশ্চিমবঙ্গের সংখ্যালঘু সম্প্রদায়ের মেধাবী ছাত্র-ছাত্রীদের জন্য বৃত্তি

 ( বৌদ্ধ ,খ্রিস্টান , জৈন, মুসলিম , পারসি এবং শিখ )


1st আগস্ট 2020 থেকে অনলাইন পোর্টালে আবেদন করা যাবে |

 

 

এই পোর্টালে তিন ধরনের স্কলারশিপ আবেদন করা যাবে

 

 1. Pre-matric স্কলার্শিপ (প্রথম থেকে দশম  শ্রেণীর জন্য )

2. পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ (একাদশ শ্রেণী থেকে পি এইচ ডি কোর্স এর জন্য)

3. মেরিট কাম স্কলারশিপ(পেশাদারী এবং কারিগরি কোর্সের জন্য)

 

প্রি-ম্যাট্রিক স্কলারশিপ প্রথম থেকে দশম শ্রেণীর জন্য | যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠানে প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করছে তারা আবেদন করতে পারবে |

আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয়ের সীমা দুই লাখ টাকা পর্যন্ত

বাৎসরিক 1,100 থেকে 11,000 টাকা বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে

 

পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ একাদশ শ্রেণী থেকে পিএইচডি কোর্সের জন্য | যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত প্রতিষ্ঠান উচ্চমাধ্যমিক, আইটিআই, ডিপ্লোমা ,স্নাতক, স্নাতকোত্তর ,এমফিল বিএড, ইত্যাদি কোর্সে পড়াশোনা করছে তারা এই স্কলারশিপ আবেদন করতে পারবে |

আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয়ের উর্ধ্বসীমা 2 লাখ টাকা পর্যন্ত |

বাৎসরিক সর্বাধিক 16,500 টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে |

মেরিট কাম মেন্স স্কলার্শিপ পেশাদারী এবং কারিগরি কোর্সের জন্য |

 

পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা যে সমস্ত ছাত্র-ছাত্রী পশ্চিমবঙ্গে অবস্থিত স্বীকৃত প্রতিষ্ঠান থেকে স্নাতক, স্নাতকোত্তর ,পেশাদারী কারিগরি কোর্সে পড়াশোনা করছে অথবা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে অবস্থিত তালিকাভুক্ত প্রতিষ্ঠান যেমন আই আই টি, আই আই এম, এন আই টি আই এস টি ,আইআইএফটি, ইত্যাদি প্রতিষ্ঠানে পড়াশোনা করছে তারা যোগ্য |

 

আবেদনকারীর পারিবারিক বাৎসরিক আয়ের উর্ধ্বসীমা 2.5 লাখ টাকা পর্যন্ত |

বাৎসরিক সর্বাধিক 33 হাজার টাকা পর্যন্ত বৃত্তি প্রদান করা হবে প্রকৃত খরচ সাপেক্ষে |

তালিকাভুক্ত প্রতিষ্ঠান পাঠরত ছাত্র-ছাত্রীদের টিউশন ফি পরিশোধ করা হবে |

 

Form fillup start – 01/08/2020


Last Date – 15/11/2020


Official website = Click Here


Apply online link = Click Here


জরুরী নির্দেশিকা


একমাত্র পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এমন আবেদনকারীরা যোগ্য |

ছাত্র-ছাত্রীদের অবশ্যই শেষ পরীক্ষায় কমপক্ষে  50%  নাম্বার পেয়ে থাকতে হবে

( প্রথম শ্রেণীর জন্য প্রযোজ্য নয়) |

একজন ছাত্র বা ছাত্রী একটি মাত্র প্রতিষ্ঠান থেকেই বৃত্তি পেতে পারে |

আবেদনের রেলস্টেশনের সময় একটিমাত্র মোবাইল নাম্বার ব্যবহার করতে হবে | প্রি ম্যাট্রিক কলারশিপ এর ক্ষেত্রে একটি মোবাইল নাম্বারে সর্বোচ্চ দুটি আবেদন গ্রাহ্য হবে |

অনলাইনে আবেদন করার পর আবেদনকারীকে অবশ্যই আবেদনপত্রের একটি প্রিন্ট আউট নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান জমা দিতে হবে |

সঙ্গে ব্যাংকের পাস বইয়ের একটি ফটোকপি জমা দিতে হবে যাতে ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এবং আই এফ এস সি কোড এর উল্লেখ আছে |

 



যে সমস্ত ছাত্র-ছাত্রী 2019 -20 সালে স্কলারশিপ পেয়েছে তাদের শুধুমাত্র রিনুয়াল বিভাগে আবেদন করতে হবে |

 


অনলাইনে আবেদনপত্র জমা দেয়ার শেষ তারিখ 15/11/2020 


How to apply Aikyashree Scholarship | Aikyashree Scholarship online application for minority student.

.

See video=

 

 






ঐক্যশ্রী স্কলারশিপ 2020 কিভাবে রেনুয়াল করবেন step-by-step 
নিচের ভিডিওটি পুরো দেখুন তাহলে বুঝতে পারবেন





3 comments: