Breaking

Saturday, December 7, 2019

কি হল আজ প্রাথমিকে ভুল প্রশ্ন মামলার শুনানিতে ,দেখুন গুরুত্বপূর্ণ আপডেট


কি হল আজ প্রাথমিকে ভুল প্রশ্ন মামলার শুনানিতে ,দেখুন গুরুত্বপূর্ণ আপডেট



প্রাথমিকের টেট2015 পরীক্ষা ভুল প্রশ্ন নিয়ে যে মামলা হয়েছিল সেই মামলা নিয়ে কোর্ট গত 3 রা অক্টোবর 2018 পিটিসনার দের পক্ষে রায় দেয় এবং তাঁদের কে তিন মাসের মধ্যে নিয়োগ করতে হবে বলে সেই রায়ে জানিয়ে দেয় পরে তিনমাসের মধ্যে নিয়োগ না হলে সেই নিয়ে কোর্ট অবমাননার মামলা হয় এবং পরে আবারও কলকাতা হাই কোর্ট সেই সমস্ত মামলা কারীদেরকে
দ্রুত নিয়োগ করার নির্দেশ দেন
সেই নির্দেশ মত প্রাথমিক পর্ষদ 175 জন মামলাকারীদের মধ্যে 130 জন কে যোগ্য বলে অর্থাৎ পাস বলে তাদের রেজাল্ট প্রকাশ করে তারপর 130 জন মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়। কিন্তু নিয়োগ নিয়ে যে শুন্য পদ প্রাথমিক পর্ষদ ঘোষণা করে সেখানে কিছু গরমিল দেখা যায়
                                                   06/12/2019 

প্রশ্ন ভুল মামলা গুরুত্বপূর্ণ শুনানি কি হল আজ জানুন বিস্তারিত তথ্য  

আইনজীবীর পক্ষে প্রশ্ন তোলা  হয় যে , যদিও মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশণ হয়ে গীয়েছে কিন্তু তাঁদের এখনও ইন্টারভি ও এখনও শুরু হয়নি ফলে তাঁদের ইন্টারভিও কবে হবে সেই প্রশ্ন তোলা হয় 
এই নিয়ে সরকার পক্ষের আইনজীবী আদালতে জানান যে, হ্যাঁ ১২৮ জন মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশণ হয়েছে  এবং খুব তাড়াতাড়ি তাঁদের ইন্টারভিও প্রক্রিয়া শুরু করা হবে এবং তা কবে শুরু হবে তার দিনক্ষণ  মামলাকারীদের অনলাইন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে


এই মামলাটি আবার কোলকাতা হাইকোর্টে শুনানির জন্য আগামী ১০ জানুয়ারি ২০২০ সালে শুনানির জন্য উঠবে বলে জানা গিয়েছে







বসির আমহে কেস 

অপর দিকে আরেকটি ভূল প্রশ্ন মামলা যেটিবসির আমহে কেসনামে পরিচিত এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার জন্য কিছু আবেদন করা হয় প্রায় কোলকাতা হাইকোর্টে এই রকম ৭৩ টি আবেদন জমা পরে বলে জানা যায় যার মধ্যে গত ১৩/১১/২০১৯ তারিখে কোলকাতা হাইকোর্ট কিছু আবেদন খারিজ করে দেয়(প্রায় ৫২ টির মত )  বাকী কিছু আবেদনের জন্য গত ডিসেম্বর , কোলকাতা হাইকোর্টের ১৬ নাম্বার কোর্টে ৪০ নাম্বার সিরিয়াল ছিল বলে বলে সেই দিন জানা গিয়েছিল , কিন্তু সেই নিয়ে কোনও আপডেট  পাওয়া যায়নি , যদি কোনও আপডেট পাওয়া যায় সেটা এখানে  SHARE  করা হবে তাই নিয়মিত পেজটি ভিজিট করুন সমস্ত লেটেশট আপডেট পাওয়ার জন্য


For more see video --***********--




No comments:

Post a Comment