Breaking

Friday, May 15, 2020

তিনগুণ ভাড়া বাড়িয়ে পথে নামবে বেসরকারি বাস



তিনগুণ ভাড়া বাড়িয়ে পথে নামবে বেসরকারি বাস


তিনগুণ ভাড়া বাড়িয়ে পথে নামবে বেসরকারি বাস z
এতদিন বাসে উঠলে যা ভাড়া দিতে হতো  এখন তার তিনগুণ ভাড়া দিতে হবে বাস মালিকদের তরফে নয়া ভাড়ার যে প্রস্তাব পরিবহন দপ্তর কে দেওয়া হয়েছে সেটা চূড়ান্ত হতে চলেছে z
সরকারি বাস আগেই পথে নেমেছে এবার ধাপে ধাপে বেসরকারি বাস মিনিবাস ট্যাক্সি এবং অটো পথে নামতে চলেছে z
বাসের ভাড়া তিন গুণ বাড়ার পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ভাড়া বাড়ছে বুধবার সন্ধ্যায় বাস-মিনিবাস সংগঠনগুলো সঙ্গে বৈঠক করেন রাজ্যের পরিবহনমন্ত্রী z
 ভাড়া কি হবে তা বাস মালিকদের উপর ছেড়ে দেন তিনি z
সেই বৈঠকে 24 ঘন্টার মধ্যে নয়া ভাড়ার তালিকা পৌঁছে গেলে পরিবহন দপ্তরে সরকারের তরফে চূড়ান্ত পথে নামবে বাস-মিনিবাস তবে পরিবহন মন্ত্রী বলেন কুড়ি জন যাত্রী নিয়ে বাস চলবে মালিকদের যাতে খরচটা ওঠে সেই বিষয়টা দেখতে হবে z
যাদের বেরোতেই হচ্ছে তাদের এতোটুকু সহযোগিতা তো করতেই হবে z
একই সঙ্গে তিনি বলেন কবে থেকে চালু হবে সঠিক হবে নবান্ন থেকে বাস ভাড়ার প্রস্তাবিত তালিকা রাজ্যে পরিবহন মন্ত্রী কাছে পাঠানো হয়েছে বলে দাবি করেছে জয়েন্ট কাউন্সেলিং অফ সিন্ডিকেট z
দূরত্ব অনুযায়ী কুড়ি থেকে 40 টাকা পর্যন্ত ভাড়া ধার্য করার কথা সেখানে বলা হয়েছে জয়েন্ট কাউন্সিলর তরফে জানানো হয়েছে প্রথম চার কিলোমিটার পর্যন্ত কুড়ি টাকা এবং 4 থেকে 8 কিলোমিটার 25 টাকা এবং 8 থেকে 12 কিলোমিটার 30 টাকা এবং 12 থেকে 16 কিলোমিটার 35 টাকা এবং ষোল থেকে কুড়ি কিলোমিটার 40 টাকার প্রস্তাব পাঠানো হয়েছে z
মিনিবাসের মালিকেরা এর আশপাশে ভাড়া নিতে চলেছেন z



নিয়ন্ত্রণ রেখেই বিধি শিথিল এর পক্ষে নবান্ন z
হোক আরো নিয়ন্ত্রণ বজায় থাকুক করোনা মোকাবেলায় এমন কেন্দ্র সরকার চতুর্থ দফা নির্দেশনা জারি করে প্রস্তাব দিয়েছেন z
নবান্ন থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী বলেছেন নিয়ন্ত্রণ রেখে বিধিনিষেধ আরোপ করার পক্ষে রাজ্য এই চিন্তা ধারা বজায় রেখেই যতটা সম্ভব শিথিল করার পক্ষে মত জানিয়েছেন রাজ্য  z

এক ধাক্কায় কেন এত ভাড়া বাড়ানোর পক্ষে বাস মালিকেরা z
সরকারি নিয়ম অনুযায়ী বাসে কুড়ি জনের বেশি উঠতে পারবে না এত কম সংখ্যক যাত্রী নিয়ে বাস চালাতে গেলে বাড়তি ভাড়া গুনতে হবে যাত্রীকে তানাহলে জ্বালানি খরচ মিটিয়ে বাস চালানো যাবে না z
এমনি বেসরকারি পরিবহনের সঙ্গে যুক্ত কর্মীদের ঘোষণার পর থেকে বাস পরিষেবা বন্ধ রয়েছে মুখ্যমন্ত্রীর নির্দেশে জেলায় বাস চালানোর কথা বলা হলেও কুড়ি জন যাত্রী নিয়ে অনেকেই বাস পথে নামেনি কলকাতা এবং জেলায় বাস চালাতে হলে ভাড়া বাড়াতে হবে বলে জানান তপন বন্দ্যোপাধ্যায় z

তিনি বলেন কলকাতা এবং জেলার বাস মালিকেরা বৈঠকে বসেছিলেন তারা হিসাব কষে মনে করেছেন ভাড়া বাড়াতে হবে না বলে বাস চালানো যাবে না z
বাসের পাশাপাশি চালু হতে পারে ট্যাক্সি  সেক্ষেত্রে একজন করতে পারবেন এতে দুজনের বেশি নেওয়া যাবেনা পরিবহন মন্ত্রী জানান এক্ষেত্রে একজন করে নিয়ে চলতে হবে ট্যাক্সিচালক এরা দুজনা করে যাত্রী তুলতে পারবেন  অটো  z

কিন্তু সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তা দেখার জন্য কিছু নিয়ন্ত্রন রাজ্যের হাতে রাখার অনুরোধ করা হয়েছে নবান্ন সূত্রে খবর z
চতুর্থ দফার লকডাউন কেন্দ্রীয় আইন মেনে হলেও রাজ্যগুলিতে তা প্রয়োগ করার ক্ষেত্রে বাড়তি অধিকার দিতে পারে z
কেন্দ্র থেকে রাজ্যগুলির নিজস্ব পরিকল্পনা অনেকটা গুরুত্ব পাবে সেই কথা বিচার করে তিনটি বিষয়ে এখনো তাড়াহুড়ো করতে রাজি নয় নবান্ন z
স্কুল-কলেজ শিক্ষা প্রতিষ্ঠান খোলার নিয়ে এমন কোন সিদ্ধান্ত নিতে রাজি নয় তারা জুনের প্রথম সপ্তাহে কোনো জায়গায় সংক্রমণ চিত্র দেখে তবে সিদ্ধান্ত নেয়া হবে z
প্রয়োজনে স্কুল-কলেজ আরো কিছুদিন বন্ধ রাখা হতে পারে z





No comments:

Post a Comment