কলকাতা পুলিশে 2500 শূন্য পদ পূরণ করানো হবে
সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে মমতা জানান কলকাতা
পুলিশের তরফ থেকে সরকারের কাছে অনুমোদন চাওয়া হয়েছে রিক্রুটমেন্ট করানোর জন্য
সেটা মুখ্যমন্ত্রীর দ্বারা মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন করিয়ে নেয়া হয়েছে এবার
পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড এর মাধ্যমে এই 2500 শূন্য পদ পূরণ করানো হবে | তার ছাড়পত্র কেবিনেট থেকে পাস করানো
হয়েছে |
পাশাপাশি সোমবারের মন্ত্রিসভার বৈঠকে আরো সিদ্ধান্ত নেয়া হয়েছে প্রত্যেক পরিবারের
জেনারেল মেয়েদের 500 টাকা করে দেয়া হবে এবং এসটি /এসসি দের 1000 টাকা করে দেয়া
হবে প্রতিমাসে |
পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় দুয়ারের রেশন
চালু হয়ে গেছে বাড়িতে বসেই আপনারা রেশন পেয়ে যাবেন আপনাকে কোথাও যাওয়ার
প্রয়োজন হবে না |
উচ্চশিক্ষার ক্ষেত্রে 12 ক্লাসের পরে ছাত্র-ছাত্রীদেরকে 10 লক্ষ টাকার ক্রেডিট কার্ড দেয়া হবে l যেটা 4 % সুদের
হারে তারা লোন নিতে পারবে তাদের এই ক্রেডিট কার্ড থেকে | তাদের উচ্চশিক্ষার জন্য সেই লোনের
টাকাটা তারা আস্তে আস্তে শোধ করবে এবং সেটা পরবর্তীকালে তারা চাকরি পাওয়ার পরেও
শোধ করতে পারবে 10 বছরের
ভিতর |
No comments:
Post a Comment