Breaking

Tuesday, June 22, 2021

Income tax return website | আয় কর জমার নতুন পোর্টাল www.incometax.gov.in

 

আয় কর জমার নতুন পোর্টাল

www.incometax.gov.in


আগামী 7 June  2021  থেকে আয় কর জমার নতুন পোর্টাল ,

মিলবে একাধিক সুবিধা ।


করদাতাদের সুবিধার্থে নতুন ই-ফাইলিং পোর্টাল চালু করছে আয়কর দফতর ৭ জুন থেকে এই নয়া পোর্টাল চালু হবে এরপর আয়করদাতারা www.incometax.gov.in  ওয়েবসাইটে গিয়ে নিজেদের কাজ করতে পারবেন দেখে নেওয়া যাক নতুন পোর্টালে  , কী কী সুবিধা পাবেন আয়করদাতারা  


কী কী সুবিধা

 

১) ইনকাম ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার সময় কোনও ফর্ম ফিলআপ করার প্রয়োজন নেই  তার পরিবর্তে কয়েকটি প্রশ্নের উত্তর দিতে হবে এই প্রশ্নের উত্তর দেওয়ার মাধ্যমেই রিটার্ন জমা পড়ে যাবে  ফর্ম ভর্তি করার সময় অনেকেই সমস্যার সম্মুখীন হয়  তাঁদের ক্ষেত্রে এটি উপকারী।

 

২) আয় সম্পর্কিত তথ্য জমা দেওয়ার জন্য এতদিন বিভিন্ন Bank statement যাচাই করতে হত

তবে এখন আর তার কোনও প্রয়োজন নেই  এই নতুন পোর্টাল নিজেই আপনার ব্যাঙ্ক থেকে যাবতীয় তথ্য নিয়ে নেবে আপনাকে শুধু সেই তথ্যগুলিকে একবার দেখে নিতে হবে

 

৩) শেয়ার কেনার সময় আপনার যে ডিভিডেন্ট ইনকাম হয় তার তথ্য আগে থেকেই পোর্টালে থাকবে। এছাড়া শেয়ার বেচার সময় আপনার যা লাভ বা লোকসান হবে তার তথ্য জমা দেওয়ার ব্যবস্থা রয়েছে।

 

৪) আয়করে ছাড় পাওয়া যাবে এমন বিনিয়োগ  যেমন - LIC  , PPF , sukanya samriddhi yojana  মতো তথ্যও আপনার রিটার্নে আগে থেকেই দেওয়া থাকবে 

 

৫) করদাতাদের সহায়তার জন্য , Live Chat সুবিধা , FAQs , Video সহ করদাতাদের প্রশ্নের উত্তর ইত্যাদি বিশেষ সুবিধা পাবেন

 

৬) পোর্টালটির সমস্ত মূল অপশনগুলির সুবিধা মিলবে মোবাইল (APPS) / অ্যাপ্লিকেশনেও

 

৭) নতুন পোর্টালে অনলাইন ট্যাক্স পেমেন্ট সিস্টেমেও বদল করা হয়েছে UPI , নেট ব্যাংকিং , RTGS/NEFT ইত্যাদি একাধিক সুবিধা চালু করা হয়েছে আর পেমেন্টের তথ্য শীঘ্রই চলে আসবে আপনার কাছে আগে এরজন্য এক-দু দিন অপেক্ষা করতে হত

 

এই পোর্টাল ব্যবহার করার খুবই সহজ কারণ এই পোর্টাল খোলা মাত্রই তার প্রথম পাতায় আয়কর রিটার্ন সংক্রান্ত যাবতীয় তথ্য দেওয়া থাকবে। এছাড়া একটি পোর্টালের মধ্যে আয়কর সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন তাঁরা এই পোর্টাল ছাড়া আর কোনও ওয়েবসাইটে তাঁদের যাওয়ার প্রয়োজন নেই।

 

করদাতাদের স্বস্তি দিয়ে ব্যক্তিগত আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা বাড়িয়েছে কেন্দ্র ৩১ জুলাইয়ের পরিবর্তে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়েছে


Last Date – 30 September 2021


Website - www.incometax.gov.in

 

No comments:

Post a Comment