Breaking

Wednesday, July 7, 2021

OBC Pre-Matric Scholarship 2021-2022 | Obc pre-matric scholarship online application 2021

 

OBC Pre-Matric Scholarship 2021-2022


APPLICATION Started From 10/05/2021 , 6 PM

 

 

ওবিসি Pre-Matric স্কলার্শিপ 2021 সালে অনলাইনে আবেদন শুরু হয়ে গেছে | যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 5 থেকে নিয়ে ক্লাস 10 পর্যন্ত পড়াশোনা করো, সেই সমস্ত ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে |  তোমাদের যদি কাস্ট সার্টিফিকেট অর্থাৎ ওবিসি সার্টিফিকেট থাকে তবে তোমরা আবেদন করতে পারবে | কাস্ট সার্টিফিকেট যদি না থাকে তবে আবেদন করতে পারবে না |



পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর OBC  ছাত্র-ছাত্রীদের জন্য  স্কলার্শিপ



OBC PRE – MATRIC SCHOLARSHIP SCHEME

 

APPLICATION Started for 2021-22 Scholarship

 

APPLICATION FOR OBC SCHOLARSHIP TO OBC STUDENTS STUDYING IN CLASS V  TO X 

 

 

এই প্রকল্পে অন্তর্ভুক্তিকরণ বা সুবিধা পাওয়ার জন্য কি কি লাগবে  

 

 

1.    যেকোনো স্বীকৃত স্কুলের OBC ছাত্রছাত্রীরা পঞ্চম থেকে দশম শ্রেণীর মধ্যে হতে হবে |

 

2.    পরিবারের বাৎসরিক আয় 2 লক্ষ 50 হাজার টাকার মধ্যে হতে হবে |

 

3.    ক্লাসে উপস্থিতির হার সন্তোষজনক হতে হবে |

 

4.    বিগত বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরা কেবলমাত্র বিবেচিত হবে |

 

5.    আবেদনকারী ওই সময়ের জন্য অন্য কোন সরকারি ভাতা নিতে পারবে না |

 

6.    অতি অবশ্যই একটি ব্যাংক একাউন্ট খুলতে হবে এবং ওই একাউন্টে স্কলারশিপের টাকা পাঠানো হবে

 

7. আবেদনপত্রের সঙ্গে ওই ব্যাংক একাউন্টের বিবরণ যেমন আইএফসি কোড ,অ্যাকাউন্ট নাম্বারব্যাংক এবং ব্রাঞ্চ এর নাম ও ঠিকানা দিতে হবে  

 

 


Scholarship এর পরিমাণ 

 

 

পঞ্চম শ্রেণি - 500 টাকা

ষষ্ঠ শ্রেণি -650 টাকা

সপ্তম শ্রেণী – 700 টাকা

অষ্টম শ্রেণী - 800 টাকা করে পাবেন 

নবম শ্রেণী- 900 টাকা

দশম  শ্রেণী – 1100 টাকা

 

 

ফরমের সঙ্গে ডকুমেন্ট জমা করতে হবে

.

1. কাস্ট সার্টিফিকেট

2. জন্মের সার্টিফিকেট

3. আধার কার্ড

4. ব্যাঙ্কের প্রথম পাতার জেরক্স

5. ভর্তির রশিদ

6. ইনকাম সার্টিফিকেট

7. 1 টি  কালার ফটো



আবেদনের জন্য যোগাযোগ করুন নিজের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় এর সঙ্গে |

 

WEBSITE – CLICK HERE

 

DOWNLOAD OFFLINE FORM-

CLICK HERE

.



 

1 comment: