Breaking

Tuesday, February 6, 2024

Income Tax এর নতুন নিয়ম 2024

 Income Tax এর নতুন নিয়ম 2024

আয়কর সংক্রান্ত কয়েকটি বিষয়  সকলের কাছে পরিষ্কার করতে চাই -

 

(1) বেতন পেনশনভোগী করদাতারা রিটার্ন ফাইল করার সময় তাদের সুবিধা মতোন ট্যাক্স রেজিম নির্বাচন করতে পারবেন এই আর্থিক বছরে

 

(2) এই বছর (2024) যে রেজিমে রিটার্ন ফাইল করবেন,পরের বছরে (2025) আপনি (বেতন/পেনশনভোগী করদাতা) চাইলে সেই রেজিম বদলে  দ্বিতীয়টিতে যেতে পারবেন তবে 2026 থেকে কি হবে বা হতে চলেছে , তা পরের বছরের বাজেটের পর বোঝা যাবে আপাতত এই দুই বছরে নিশ্চিন্তে আপনি রেজিম বদল করতে পারবেন আপনার সুবিধা মতোন

 

(3) এই গ্রুপে ব্যক্তিগতভাবে কারো ট্যাক্সের হিসেব করে দেওয়া হয় না রিটার্ন ফাইল করতে কোনো সমস্যা বা কর আইন সংক্রান্ত কোনো জিজ্ঞাস্য থাকলে তা নির্দ্বিধায় রাখুন

 

(4) এই বছরে নিউ ট্যাক্স রেজিমে 50,000 টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশান থাকছে তবে সঞ্চয়জনিত অন্যান্য ছাড়ের ধারাগুলি এখানে পাবেন না (দু-একটি ব্যতিক্রমী ধারা ছাড়া)

 

(5) ওল্ড রেজিমে গতবারের মতো ছাড়ের সমস্ত ধারাগুলো অপরিবর্তিতই আছে

 

(6) এই বছর নিউ ট্যাক্স রেজিমে 87A ধারার রিবেটে একটি বাড়তি সংযোজন হয়েছে , যাকে বলা হচ্ছে 87A ধারার মার্জিনাল রিলিফ এখানে কোনো করদাতার গ্রস ইনকাম 7.5 লাখ টাকা পর্যন্ত হলে ( অর্থাৎ, টোটাল ইনকাম সেক্ষেত্রে 7 লাখ টাকা পর্যন্ত) , পুরো করভারটাই তার মকুব হয়ে যাচ্ছে 87A ধারায় প্রাপ্ত রিবেটের জন্য

 

এর পরেও আরো প্রায় 27,776 টাকা পর্যন্ত বাড়তি গ্রস ইনকামের জন্যেও ( অর্থাৎ, 7,77,776 টাকা গ্রস ইনকাম পর্যন্ত) পুরোটা না হলেও কিছুটা ছাড় করদাতা অবশ্যই পাবেন , যার পরিমাণ সর্বোচ্চ 24,999 টাকা এবং সর্বনিম্ন 1 টাকা অর্থাৎ এখানে ছাড়ের পরিমাণটা ব্যক্তিভিত্তিক আলাদা আলাদা হবে এটাই হল মার্জিনাল রিলিফ - তবে এতে করদাতার করভার  পুরোপুরি করশূন্য হবে না এই বিষয়ে বিস্তৃত ব্যাখ্যা গ্রুপে দেওয়াই আছে

 

(7) রাজ্যের উচ্চ প্রাথমিক, মাধ্যমিক উচ্চমাধ্যমিক স্তরের বিদ্যালয়ে স্টাফেদের উদ্দেশ্যে আবেদন , যারা বেতন থেকে আগাম কর কাটান আপনারা ফেব্রুয়ারি মাসের বেতন থেকে TDS কাটার শেষ কিস্তিটি দিন মার্চ মাসের বেতন থেকে TDS কাটাবেন না ( বিগত চার বছরের অভিজ্ঞতার ভিত্তিতে এটা বলা হচ্ছে) একান্তই যদি মার্চ মাসেও কিছু ট্যাক্স দিতেই হয় , তাহলে বেতনের পরিবর্তে -ফাইলিং পোর্টালের -পে ট্যাক্স ব্যবহার করে অনলাইনে অ্যাডভান্স ট্যাক্স দিতে পারেন

এটি একটি পরামর্শমাত্র ,বাকি সিদ্ধান্ত করদাতাকে নিতে হবে

 

(8) দুটি রেজিমের ক্ষেত্রেই 87A ধারায় প্রাপ্ত মূল প্রান্তিক ছাড় শর্ট টার্ম ক্যাপিটাল গেইনের (STCG) ক্ষেত্রেও প্রযোজ্য হবে তবে LTCG' ক্ষেত্রে 87A ধারায় ছাড় মিলবে না (ব্যতিক্রম 112 ধারার LTCG)

 

(9) বর্তমানে বিভিন্ন জেলায় আয়কর নিয়ে যে 192-কম্পিউটেশন শিট দিতে হচ্ছে,সেখানে ক্যাপিটাল গেইন থেকে আয় (যদি কারো থাকে) দেখাতে হবে না এটা জুন-জুলাই মাস নাগাদ AIS দেখে সরাসরি আপনার ব্যক্তিগত রিটার্নে দেখাবেন

 

(10) যে সমস্ত করদাতা চলতি আর্থিক বছরে এরিয়ারবাবদ টাকা পেয়েছেন , সেটা এই বছরের রিটার্নে তার মোট আয়ের সাথে যুক্ত করে দেখাতে হবে এর দরুণ করভার বেড়ে যেতে পারে তবে সেই বাড়তি করভার কিছুটা লাঘব করার জন্য 10E ফর্ম ফিলাপ করে ( যা -ফাইলিং পোর্টালে লগিন করে দাখিল করতে হবে এবং তা -ভেরিফাইও করতে হবে) এই এরিয়ারবাবদ আয়কে সংশ্লিষ্ট বছরে ভাগ করে 89A ধারায় কিছুটা ছাড় নিতে পারবেন এর জন্য সেই বছরগুলির ফর্ম-16 এবং রিটার্নগুলি সংগ্রহ করে হাতের কাছে রাখুন এপ্রিল মাসের পরে -ফাইলিং পোর্টালে এই 10E ফর্মটি সক্রিয় হলে তখন এই কাজটি করা যাবে,এখন নয় তবে হিসাবটি এখন থেকেই করে রাখতে হবে গ্রুপে এই সংক্রান্ত বিস্তৃত পোস্ট ভিডিও দেওয়া আছে

 

(11) রিটার্ন ফাইল করার সময় আপনার আয়ের সমস্ত ধরণের উৎস অনুসারে সঠিক রিটার্ন নির্বাচন করবেন এটি নির্বাচনের ক্ষেত্রে AIS আপনাকে সাহায্য করবে AIS ক্যাপিটাল গেইন বাবদ আয় থাকলেই (শেয়ার বিক্রয়, জমি-বাড়ি বিক্রয়,মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট রিডিম করা প্রভৃতি) সেখানে ITR-2 বাছতে হবে , কারণ ITR-1' CG সিডিউলটি নেই

 

(12) বেতনভোগী করদাতাদের নিজ নিজ সার্ভিস কনডাক্ট রুলস অনুসারে  আয়ের উৎস সঠিক রাখা সঠিক রিটার্ন নির্বাচন করাটা একান্ত আবশ্যিক

 

অভিজিৎ সেনগুপ্ত

06/02/2024

No comments:

Post a Comment