- আপনার ভোটার (VOTER ) তালিকায় নাম আছে তো ?
- ECI-এর বিশেষ অভিযান শুরু !
- ইলেকশন কমিশন OF INDIA আগামী AUGUST - SEPTEMBER মাস থেকে দেশ জুড়ে শুরু করতে চলেছে বিশেষ নিবিড় সংশোধন বা (SIR) স্পেশাল ইনটেনসিভ রিভিশন |
(ECI)
নির্বাচন কমিশন অফ ইন্ডিয়া AUGUST - SEPTEMBER মাস থেকে শুরু করছে (SIR) স্পেশাল ইনটেনসিভ রিভিশন ,আপনার নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে |
এর প্রধান লক্ষ্য হলো ভোটার তালিকা আপডেট করা এবং ভুয়ো ভোটারদের বাদ দেওয়া। আপনার নাম ভোটার তালিকায় নিশ্চিত করতে এখনই জেনে নিন কী করতে হবে!
*****************এই রিভিশনে কী ঘটবে?*************
* ✅ **বুথ লেভেল অফিসার (BLO) আপনার বাড়িতে আসবেন এবং একটি ফর্ম পূরণ করাবেন।
* ✅ FORM ( ফর্ম ) পূরণের জন্য আপনাকে একটি নির্দিষ্ট ডকুমেন্ট ( নীচে দেওয়া ১২ টি ডকুমেন্টের মধ্যে যে কোনো 1 টি ) দেখাতে হবে ।
* ✅ আপনি যদি শহরে না থাকেন, অনলাইনেও ফর্ম পূরণ করার সুযোগ আছে!
গুরুত্বপূর্ণ: যদি আপনি এই প্রক্রিয়ায় ফর্ম পূরণ না করেন, তাহলে আপনার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়তে পারে!
****************আবেদনকারীদের জন্য নিয়মাবলী:*********
আপনার জন্ম তারিখ অনুযায়ী নিয়মে কিছু ভিন্নতা আছে:
* ১) ১৯৮৭ সালের জুলাইয়ের আগে জন্ম:
* ✅ শুধুমাত্র আপনার নিজস্ব ডকুমেন্ট দিলেই চলবে।
* ২) ১৯৮৭ - ২০০২ সালের মধ্যে জন্ম:
* 🔶 বাবা অথবা মায়ের ডকুমেন্ট জমা দিতে হবে।
* তবে, যদি ২০০২ সালের শেষ SIR তালিকায় আপনার নাম থাকে, তাহলে সেই তালিকার কপি দিলেই হবে।
* **৩) ২০০২ সালের পরে জন্ম:
* 🔶 বাবা এবং মায়ের উভয়ের ডকুমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক।
* যদি ২০০২ সালের শেষ SIR তালিকায় আপনার নাম থাকে, তাহলে সেই তালিকার কপি দিলেই যথেষ্ট।
### কেন এই রিভিশন?
এই অভিযানের প্রধান উদ্দেশ্য হলো ভুয়ো ভোটারদের তালিকা থেকে বাদ দিয়ে একটি স্বচ্ছ এবং নির্ভুল ভোটার তালিকা তৈরি করা। আপনি যদি প্রকৃত ভোটার হন, আপনার চিন্তার কোনো কারণ নেই।
### প্রয়োজনীয় ডকুমেন্টস-এর তালিকা:
নিম্নলিখিত ডকুমেন্টগুলির মধ্যে যেকোনো একটি থাকলেই হবে:
* ✅ আধার কার্ড
* ✅ প্যান কার্ড
* ✅ পাসপোর্ট
* ✅ ড্রাইভিং লাইসেন্স
* ✅ জন্ম শংসাপত্র
* ✅ দশম/দ্বাদশ শ্রেণির অ্যাডমিট কার্ড
* ✅ বিদ্যুৎ বিল
* ✅ জলের বিল
* ✅ রেশন কার্ড
* ✅ ব্যাঙ্ক পাসবুক
* ✅ বাবা-মায়ের ভোটার আইডি
* ✅ ২০০২ সালের ( SIR ) স্পেশাল ইনটেনসিভ রিভিশন তালিকার কপি ( যদি থাকে )
আপনার ভোটার অধিকার সুরক্ষিত রাখতে এখনই পদক্ষেপ নিন! এই গুরুত্বপূর্ণ তথ্যটি সবার সাথে শেয়ার করুন যাতে কেউ বাদ না পড়ে।
এই প্রক্রিয়ায় বুথ লেভেল অফিসার বা BLO আপনার বাড়িতে বাড়িতে গিয়ে একটা ফরম ফিল আপ করাবে ,সঙ্গে লাগবে ডকুমেন্ট ( উল্লিখিত ১১ টা ডকুমেন্ট এর মধ্যে যেকোনো একটি)।।সেগুলি হল:-
১. পৌর সংস্থা, Gram Panchayet বা অন্য কোনও সরকারি কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত Birth Certificate
২. বিদেশ মন্ত্রণালয় কর্তৃক জারি করা পাসপোর্ট
৩. স্বীকৃত বোর্ড বা বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা উচ্চশিক্ষার সার্টিফিকেট
৪. সরকার ( GOV )কর্তৃক জারি করা পরিচয়পত্র বা পেনশন অর্ডার (কেন্দ্রীয় / রাজ্য / পিএসইউ )
৫. জেলা ম্যাজিস্ট্রেট বা অনুরূপ কর্তৃপক্ষের স্থায়ী বসবাসের (বাসস্থান) সার্টিফিকেট
৬. বন অধিকার আইনের অধীনে বন-অধিকার সনদপত্র
৭. উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক জারি করা জাতিগত শংসাপত্র (SC/OBC/ST )
৮. এনআরসি ডকুমেন্ট (যেখানে প্রযোজ্য)
৯. স্থানীয় সংস্থা কর্তৃক জারি করা পারিবারিক নিবন্ধন
১০. সরকারি অফিস থেকে জমি বা বাড়ি বরাদ্দের সার্টিফিকেট
১১. ১৯৮৭ (1987 ) সালের পূর্ববর্তী সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের পরিচয়পত্র
এই অনুশীলনের জন্য AADHAR CRAD ,PAN CARD, ড্রাইভিং লাইসেন্স স্বতন্ত্র প্রমাণ হিসেবে প্রযোজ্য নয়।
পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে SIR বা 'Special Intensive Revision' বা 'বিশেষ নিবিড় সংশোধন' চালু হতে চলেছে আগামী অগাষ্ট-সেপ্টেম্বর মাস থেকে সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে- ২০০২ সালে যাদের পুরোনো SIR এ নাম উঠেছিল তাদের কোনো কাগজই দেখাতে হবে না। দেখাতে হবে তার পরবর্তীতে যাদের নাম উঠেছিল অর্থাৎ ২০০৩-২০২৫ এর মধ্যে। আর এই কাগজগুলোর মধ্যে থাকছে ১১ টি ডকুমেন্ট আঁধার,প্যান এবং রেশন কার্ড ছাড়া। আর হ্যাঁ ওই ১১ টি ডকুমেন্টের যেকোনো একটি দেখালেই চলবে
চারিদিকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে যে জন্ম প্রমাণপত্র বা বার্থ সার্টিফিকেট দেখাতেই হবে, সেটা সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হচ্ছে. জন্ম শংসাপত্র আর বাকি ১০ টি ভ্যালিড ডকুমেন্টের মতোই একটি শুধুমাত্র কেউ ওটা থাকলে দিতে পারে,না থাকলে আর বাকি ১০ টির যেকোনো একটি দিলেও হবে।
২০০২ সালে ইতিমধ্যেই তালিকাভুক্ত ভোটার এবং তাদের সন্তানদের জন্য কোনও অতিরিক্ত কাগজপত্রের প্রয়োজন নেই। যাদের ১১টি প্রমাণ নেই, তাদের ক্ষেত্রে নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা (ERO) মাঠ পর্যায়ে তদন্ত করতে পারেন।
**এই প্রক্রিয়ায় তিন ধরনের আবেদনকারী থাকবেন ।
১)- জুলাই,১৯৮৭ এর আগে জন্মগ্রহন করা ভোটার।
এদের শুধু নিজের ডকুমেন্ট দিলেই হবে ওই ১১ টার মধ্যে।
২)- (১৯৮৭ - ২০০২) এর মধ্যে জন্ম নেওয়া ভোটার ।
এদের দিতে হবে বাবা অথবা মায়ের ডকুমেন্ট ওই ১২ টির মধ্যে,(তবে ২০০২ সালে আমাদের রাজ্যে হওয়া শেষ SIR এ যদি তাদের নাম থেকে থাকে সেই লিস্ট এর পাতা টি দিলেই আর কোনো ডকুমেন্ট দরকার নেই)।।
৩) ২০০২ এর পর জন্ম (BIRTH ) নেওয়া ভোটার।।
এদের ক্ষেত্রে লাগবে বাবা ও মায়ের উভয়ের ই ডকুমেন্ট ।
(এই ক্ষেত্রেও ২০০২ এর শেষ SIR তালিকায় তাদের নাম থাকলে সেই তালিকার পাতা টি জমা দিলেই হবে ।।
উল্লেখ্য যে-এই রিভিশন ভুয়ো ভোটার ও বাংলাদেশি অনুপ্রবেশকারি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারিদের বাদ দেওয়ার উদ্দেশ্যে হচ্ছে।কোনো চিন্তা করবেননা।
যদি কেউ বাইরের রাজ্যেও থাকেন কোনো চিন্তা নেই,আপনি অনলাইনেও ফরম ফিলাপ করতে পারবেন।
*উল্লেখ্য যে অনুপ্রবেশকারি আর শরনার্থি কিন্তু গুলিয়ে ফেলবেন না।
অপপ্রচারে কান দিবেন না।
ভয় পাবেন না।।
*এসআইআরের প্রচেষ্টা হল "কোনও যোগ্য নাগরিক বাদ না পড়েন এবং কোনও অযোগ্য ব্যক্তি ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হন তা নিশ্চিত করা।"
এর আগেও অনেকবার :-ইসিআই অনুসারে, ১৯৫২-৫৬, ১৯৫৭, ১৯৬১, ১৯৬৫, ১৯৬৬, ১৯৮৩-৮৪, ১৯৮৭-৮৯, ১৯৯২, ১৯৯৩, ১৯৯৫, ২০০২, ২০০৩ এবং ২০০৪ সালে নতুন ভোটার তালিকা তৈরির উদ্দেশ্যে দেশের সমস্ত বা কিছু অঞ্চলে অনুরূপ এসআইআর পরিচালিত হয়েছিল।
তবে ফর্ম কিন্তু প্রত্যেককেই ফিলাপ করতে হবে,নয়ত ভোটার তালিকা থেকে আপনার নাম বাদ হয়ে যাবে।
কাজ শুরু হওয়ার আগেই যাতে সবাই যতগুলো বেশি সম্ভব ডকুমেন্ট জোগাড় করতে পারেন, সেকারনেই জনস্বার্থে পোস্টটি করা।
No comments:
Post a Comment