Breaking

Friday, July 17, 2020

অনলাইনে 2020 মাধ্যমিকের (MP) রেজাল্ট চেক করুন ( Madhyamik result 2020 )


অনলাইনে 2020 মাধ্যমিকের (MP) রেজাল্ট চেক করুন

                                                  Madhyamik result 2020


2020 মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ করা হলো z 15 জুলাই 2020 এবার মাধ্যমিকের রেজাল্ট প্রকাশ হল z পাসের হারে মেধাতালিকায় গত বছর ছিল 86.07% এই বছর  মাধ্যমিকের পাশের হার 86.34 % z এটা রেকর্ড গড়েছে মেধাতালিকায় , সেই তালিকায় প্রথম স্থানে জায়গা করে নিয়েছে 84 জন ছাত্রছাত্রী ,গত বছর হয়েছিল 51 জনের z এই বছর পাশাপাশি দেখা যাচ্ছে গতবারের মতো এই বছরের

ও মাধ্যমিকে সর্বাধিক নম্বর উঠেছে 694  Total 700 এর মধ্যে z ওই নম্বর পেয়ে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইনস্টিটিউশনের  ছাত্র  অরিত্র পাল z

 

তোমরা সবাই অনলাইনে রেজাল্ট দেখতে পারবে নিচের দেওয়া লিংকে ক্লিক করে z

.

WEBSITE - http://wbresults.nic.in/madhyamik20/wbmpres.htm

 

.

 


লিঙ্ক এ ক্লিক করলে তোমাদেরকে লিখতে হবে তোমাদের রোল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে সাবমিট করলে তোমাদের রেজাল্ট তোমরা দেখতে পাবে zসেইখানে প্রত্যেকটি বিষয় এবং গ্রেড তোমরা পাশাপাশি দেখতে পারবে z টোটাল নাম্বারটাও দেখতে পারবে সেটা চাইলে তোমরা প্রিন্ট আউট করে নিতে পারো z

 

কিন্তু তোমাদের অরিজিনাল মার্কশিট এবং বোর্ড সার্টিফিকেট তোমাদেরকে জুলাই মাসের 22 ,23 তারিখে স্কুল থেকে দেওয়া হবে zকিন্তু তোমাদেরকে রেজাল্ট আনতে যেতে হবে না z তোমাদের বাবা-মাকে স্কুলে পাঠাতে হবে রেজাল্ট আনার জন্য  z

 

একাদশ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য তুমি যদি চাও তোমার স্কুলে ভর্তি হবে তাহলে তোমাকে ভর্তি হতে হবে 1 st আগস্ট থেকে 10 ই আগস্ট এর মধ্যে এবং তুমি যদি চাও অন্য কোন স্কুলে ভর্তি হতে তাহলে 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাকে এডমিশন নিতে হবে অন্য স্কুলে পড়তে চাইলে z

 

 

মাদ্রাসা থেকে যদি কেউ মাধ্যমিক দিয়ে থাকো তারা নিচে দেওয়া লিংকে ক্লিক করে তোমরা তোমাদের রেজাল্ট দেখতে পারো  z

.

.

 WEBSITE = http://wbresults.nic.in/madrasah/madrasah.htm

 

 

For more see video=




No comments:

Post a Comment