Breaking

Sunday, November 24, 2019

18000 স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি প্রাথমিকে শিক্ষক নিয়োগ !প্রায় 50,000+


18000 স্কুলে চালু হচ্ছে পঞ্চম শ্রেণি
প্রাথমিকে শিক্ষক নিয়োগ !প্রায় 50,000+
      


কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চমের স্থান এখনও উচ্চ প্রাথমিকেই কেন্দ্র অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য আনতে বার সক্রিয় হয়েছে রাজ্য
.
রাজ্যের17996 টি স্কুলে আগামী শিক্ষাবর্ষ থেকে পঞ্চম শ্রেণিকে আনা হচ্ছে এই নিয়ে গতকাল স্কুল শিক্ষা দপ্তর থেকে নোটিশ জারি করা হয়েছে নোটিশে জানানো হয়েছে এই নিয়ম আগামী শিক্ষা বর্ষ অর্থাৎ 2020 জানুয়ারি মাস থেকে নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে রাজ্যের প্রায় এখন কমবেশি 58000 হাজার প্রাথমিক স্কুল রয়েছে এখন রাজ্যের 18000 স্কুলের পরিকাঠামো ,শ্রেণীকক্ষ এবং পারিপার্শ্বিক দিক বিবেচনা করে পঞ্চম শ্রেণিকে আনা হচ্ছে ,পরে বাকি প্রায়40000 স্কুলকে ধীরে ধীরে পরিকাঠামো ,শ্রেণীকক্ষ এবং পারিপার্শ্বিক দিক বিবেচনা করে পঞ্চম শ্রেণিকে আনা হবে 

মানিক ভট্রাচার্য সংবাদ প্রতিদিন কে জানিয়েছেন যে,”কিছু প্রাথমিক স্কুলে আছে যেখানে পঞ্চম শ্রেণি চালুর মত পর্যাপ্ত শিক্ষক নেইআবার কোথাও বা শিক্ষক আছে তো পরিকাঠামোর অভাব এই সমস্যা মিটিয়ে ধাপে ধাপে পঞ্চম শ্রেণিকে আনা হবে প্রাথমিক স্কুলে





অর্থাৎ শিক্ষা অধিকার আইন অনুসারে প্রাথমিকে প্রত্যেক 30 জন পড়ুয়ার পিছনে এক জন করে শিক্ষক দরকার। ফলে যদি পঞ্চম শ্রেণি বাকি স্কুল গুলোতে আনা হয় তাহলে বেশ ভালো রকম শিক্ষক নিয়োগ করতে হবে

তাই এটা হবু শিক্ষকদের কাছে একটা ভালো খবর বলা যেতে পারে কারণ কিছু দিনের মধ্যেই নতুন টেট এর দিনক্ষণ প্রকাশ হতে পারে ! ফলে এর জন্য প্রাথমিকে নিয়োগ পরীক্ষার শুন্য পদ কিছুটা হলেও বাড়বে বলে মনে করা হচ্ছে!
অপর দিকে উচ্চ প্রাথমিক/মাধ্যমিক/উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীতে পড়ুয়ারা সামনে বছর ভর্তি হাতেও পারবে

For more Update Subscribe our channel 
Youtube Channel :- click here
Facebook Page - Click here




.
.

No comments:

Post a Comment