প্রাথমিকে ভুল প্রশ্ন যে দুটি গুরুত্বপূর্ণ মামলা ছিল সেটা নিয়ে আজ খুবই গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়ে এসেছে। আপনারা জানেন যে,প্রতিভা মন্ডলের যে ভুল প্রশ্ন মামলা সেখান থেকে প্রাথমিক পর্ষদ শিক্ষক নিয়োগ করার বেপারে অনেকটা এগিয়ে গিয়েছে। গতকাল কে পর্ষদ নোটিফিকেশন জারি করেছে যে,কবে ঐ সমস্ত মামলাকারীদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে।
আপনারা জানেন যে,প্রাথমিক পর্ষদ মামালাকারীদের OMR SHEET পুনঃমূল্যায়ন করে এবং 175 জন মামলাকারীর মধ্যে 130 জনের রেজাল্ট প্রকাশ করে। যে সমস্ত মামলাকারী টেট উৎকীর্ণ হয়েছে প্রতিভা মন্ডল কেস থেকে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে পর্ষদ আগামী 7 তারিখে,বেলা 11 টা থেকে 5 পর্যন্ত ।
.
কিন্তু আর একটি প্রশ্ন ভুল মামলা যেটা “বসির আমহেদ” কেস নামে পরিচিত সেই নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসছিল না। কিন্তু আজ জানা গিয়েছে যে,আগামী 4 তারিখ সোমবার এই মামলাটি কোর্ট নাম্বার 5 এ ,30 নাম্বার লিস্ট এ আছে। অর্থাৎ বেশ কিছু দিন পর একটা আপডেট বেরিয়ে এলো এই মামলা নিয়ে। যদিও এটা কনফার্ম নয় যে ঐ দিনই মামলাটি শুনানী জন্য উঠবে কিনা।
ফলে আপনাদেরকে নজর রাখতে হবে এই ওয়েবসাইটের, যদি মামলা নিয়ে কোনও আপডেট পাই সেটা এই ওয়েবসাইটের দেওয়া হবে।
আপনারা জানেন যে,প্রাথমিক পর্ষদ মামালাকারীদের OMR SHEET পুনঃমূল্যায়ন করে এবং 175 জন মামলাকারীর মধ্যে 130 জনের রেজাল্ট প্রকাশ করে। যে সমস্ত মামলাকারী টেট উৎকীর্ণ হয়েছে প্রতিভা মন্ডল কেস থেকে তাঁদের ডকুমেন্ট ভেরিফিকেশন করবে পর্ষদ আগামী 7 তারিখে,বেলা 11 টা থেকে 5 পর্যন্ত ।
.
কিন্তু আর একটি প্রশ্ন ভুল মামলা যেটা “বসির আমহেদ” কেস নামে পরিচিত সেই নিয়ে কোনও আপডেট বেরিয়ে আসছিল না। কিন্তু আজ জানা গিয়েছে যে,আগামী 4 তারিখ সোমবার এই মামলাটি কোর্ট নাম্বার 5 এ ,30 নাম্বার লিস্ট এ আছে। অর্থাৎ বেশ কিছু দিন পর একটা আপডেট বেরিয়ে এলো এই মামলা নিয়ে। যদিও এটা কনফার্ম নয় যে ঐ দিনই মামলাটি শুনানী জন্য উঠবে কিনা।
ফলে আপনাদেরকে নজর রাখতে হবে এই ওয়েবসাইটের, যদি মামলা নিয়ে কোনও আপডেট পাই সেটা এই ওয়েবসাইটের দেওয়া হবে।
No comments:
Post a Comment