Breaking

Thursday, November 7, 2019

শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বৈঠক বিফল ! চূড়ান্ত হুঁশিয়ারি আন্দোলন সরল অন্যত্র ! লাইভ আপডেট !

শিক্ষামন্ত্রীর সঙ্গে প্রাথমিক শিক্ষকদের বৈঠক বিফল ! চূড়ান্ত হুঁশিয়ারি আন্দোলন সরল অন্যত্র ! লাইভ আপডেট !




থমিক শিক্ষকরা নির্দিষ্ট ফিটমেন ফ্যাক্টরের দাবি তে আজ আন্দোলন শুরু করেছিলেন ।
তাঁদের দাবি রাজ্য সরকার যে বেতন বৃদ্ধি করেছে তাতে বৈষম্য রয়ে গিয়েছে । যদিও
অনশন এবং আন্দোলন তোলার সময় যে আশ্বাস দেওয়া হয়েছিলো সেই আশ্বাস
রাখা হয়নি । আজ বেতন নিয়ে আলোচনার জন্যে মিছিল করে শিক্ষামন্ত্রী পার্থ
চট্টোপাধ্যায়ের বাড়ির দিকে রওনা দেন প্রাথমিক শিক্ষকেরা ৷
বাঘাযতীন মোড়ে ব্যারিকেড দিয়ে মিছিল আটকায় পুলিশ।
 কেটে গিয়েছে ৬ ঘণ্টা ৷ কিছুক্ষণ আগেই শিক্ষামন্ত্রী সঙ্গে প্রাথমিক
শিক্ষকদের বৈঠক হয়। কিন্তু সেই  বৈঠক
কিছু সমস্যা সমাধান নিয়ে আসেনি ফলে ,নিজেদের অবস্থানে অনড় থাকেন তাঁরা ৷
এই দিকে শিক্ষামন্ত্রী পজানান যে ‘প্রাথমিক শিক্ষকদের এই
দাবি যুক্তিসঙ্গত নয় ৷ রাজ্য সরকার যতটা পেরেছে করে দিয়েছে ৷
কিছুদিন আগেই তাঁদের বেতন বাড়ানো হয়েছে ৷ যদি তাঁদের মনে হয় ঐ বেতন
বৃদ্ধিতে কিছু ভূল রয়েছে তাহলে সেটা তাঁকে জানাতে হত । তাঁদের যদি বেতন
সংক্রান্ত কোন সমস্যা থাকে তাহলে যথোপযুক্ত স্থানে গিয়ে অভিযোগ করুন৷ কিন্তু
তাই বলে রাস্তায় নামবেন কেন? রাস্তা, কখনও শিক্ষকদের জায়গা হতে পারে না৷’’
নীচে ভিডিও টি হল দেওয়ায় শিক্ষামন্ত্রী পুরো বক্তব্য দেখেনিতে পারেন   ।
এই মাত্র পাওায় খবর অনুসারে প্রাথমিক শিক্ষকরা তাঁদের অবস্থান  বিক্ষোভ এর স্থান
পরিবর্তন করতে চলেছেন । অর্থাৎ তাঁরা নিজেদের অবস্থান  বিক্ষোভ এখন চালিয়ে
যাবেন বলে জানা গিয়েছে। এর আগে যোগ্যতা অনুযায়ী বেতন বৃদ্ধির দাবিতে টানা ১৪
দিনের অনশন এবং ১৫ দিনের আন্দোলন করে প্রাথমিক শিক্ষকরা।

No comments:

Post a Comment