ভোটার তালিকা যাচাইয়ের সময়সীমা বাড়ানো হল
EVP বা ইলেক্টরল ভেরিফিকেশন প্রোগ্রাম এর ফের সময়সীমা
বাড়ানো হল বলে খবর বেরিয়ে এসেছে। আগে এই সময় সীমা 18 ই
নভেম্বর শেষ হচ্ছিল বলে নির্বাচন কমিশন জানিয়েছিল।
আজ ফের জানানো হয় যে এই সময় সীমা ফের বাড়ানো হচ্ছে এবং তা
বাড়িয়ে 30 নভেম্বর 2019 সাল অব্দি করা হয়েছে বলে জানা গিয়েছে।
এই কাজ সম্পূর্ণ হলে ফেব্রুয়ারি 2020 তে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ
করা হবে বলে জানা গিয়েছে।
NVSP এর মাধ্যমে অনলাইনে ভোটার তালিকা যাচাইয়ের কাজ
চলছে।সেখানে ভোটারের তথ্য যাচাইয়ের সঙ্গে সঙ্গে বুথ সম্পর্কে তথ্য
জানাতে হচ্ছে ।
প্রথমে ফোন এবং ভোটার কার্ড দিয়ে nvsp পোর্টালে
রেজিস্টার করতে হবে তার পর নিজের তথ্য nvsp পোর্টালে যাচাই করতে হবে।
উৎকণ্ঠার শেষ নেয়। মানুষ খাওয়া দাওয়া ছেড়ে দিয়ে লম্বা
লাইনে দাঁড়িয়ে নিজের ও পরিবারের ভোটার ভেরিফিকেশন
করাচ্ছেন। কিন্তু সমস্যা হচ্ছে এখন আর আগের মতন ঠিক ঠাক
কাজ করছে না NVSP ওয়েবসাইট।
ফলে সাধারণ মানুষের চিন্তা দ্বিগুন বেড়ে যাচ্ছে।
Download Extend Notice - https://drive.google.com/open?id=1X-NDf3dJTWK-xw5sV7Lqxgxozt2UoaKp
No comments:
Post a Comment